শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৬ জুন, ২০১৮

॥মেহেদী আসাদুজ্জামান অভি॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘আসুন প্লাস্টিক দূষণ বর্জন করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার নির্মল কুমার দত্ত, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া শারমীন, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামরুল ইসলাম গোলদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বিশ্ব পরিবেশ দিবস পালনের আগে মানুষ কখনো পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিয়ে ভাবেনি। তাদের এই উদাসীনতার ফলেই বিশ্বের বিভিন্ন দেশসহ আমরাও আজ পরিবেশগত হুমকির সম্মুখীন। আমরা আধুনিক বিজ্ঞানের বদৌলতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালানোর জন্য বিভিন্ন জ্বালানী পোড়ানোসহ এসি, ফ্রিজের মতো বিভিন্ন সামগ্রী ব্যবহার করছি। এসব সামগ্রী থেকে কার্বনড্রাইঅক্সাইড গ্যাসসহ বিভিন্ন গ্যাস নির্গত হওয়ার ফলে বাতাসে কার্বনড্রাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বন্যা, অতি বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। যাতে করে বর্তমান বিশ্ব আজ পরিবেশগত হুমকীর সম্মুখীন। এই অবস্থা চলতে থাকলে হয়তো একসময় মানবজাতি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। এই ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করার জন্য কার্বন ড্রাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাতাস থেকে কমিয়ে আনার লক্ষ্যে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগানোসহ পরিকল্পিতভাবে বনায়ন করতে হবে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার জন্য প্রতি জেলায় ৩০ লক্ষ করে গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য বিশ্ব রেখে যেতে আমাদের সকলকে যার যতটুকু জায়গা আছে সেখানেই বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন করতে হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে পরিবেশগত ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয়সহ এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্যের শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!