॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ঈদকে সামনের রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দর্জি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে।
বিভিন্ন টেইলার্সে গিয়ে দেখা গেছে, রমজান শুরুর পর থেকেই দর্জি শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। এখন তারা অক্লান্ত পরিশ্রম করছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরীর কাজে ব্যস্ত থাকছে। তবে পরিশ্রম বেশী হলেও তাদের কাজ করতে কোন অনীহা নেই। কারণ পরিশ্রমের জন্য তারা উপযুক্ত মজুরীও পাচ্ছে। ঈদের আর মাত্র ১২ দিন বাকি থাকায় তাদের ব্যস্ততা বাড়ছেই।
বালিয়াকান্দি বাজারসহ বহরপুর, আড়কান্দি, রামদিয়া, সোনাপুর, আনন্দবাজার, রাজধরপুর, শামুখখোলা, জামালপুর, নলিয়া, নটাপাড়া, নারুয়া এলাকা ঘুরে নারী-পুরুষ দর্জি শ্রমিকদের অভিন্ন ব্যস্ততার দৃশ্য চোখে পড়েছে। বালিয়াকান্দি উপজেলায় দুই শতাধিক টেইলার্স রয়েছে।
বালিয়াকান্দি বাজারের সামিয়া টেইলার্সের মালিক পারভীন আক্তার, জাকির টেইলার্সের মালিক জাকির হোসেন, মামুন টেইলার্সের মালিক কামাল হোসেন প্রমুখ জানান, রমজান শুরু হওয়ার পর থেকেই অগ্রিম পোশাক তৈরী করতে ব্যস্ত হয়ে পড়েছে ক্রেতারা। ফলে রাত-দিন আমাদেরকে কাজ করতে হচ্ছে। গার্মেন্টসের তৈরী রেডিমেট পোশাক অনেক সময় শরীরের সাথে ফিটিং না হওয়ায় টেইলার্সের তৈরী পোশাকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্যান্টের জন্য ৩৫০ টাকা, শার্টে ২৫০ টাকা, পাঞ্জাবীতে ২৬০ থেকে ৩০০ টাকা, ব্লাউজে ৮০ টাকা এবং বোরকায় ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা মজুরী নেয়া হচ্ছে।