॥স্টাফ রিপোর্টার॥ বালিয়াকান্দি উপজেলার গঙ্গারামপুর গ্রামে এক গৃহবধু (৩৮)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আকবর আলী (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩০শে মে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হেেছ।
মামলা সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত আকবর আলী ও ওই গৃহবধুর বাড়ি পাশাপাশি। আকবর আলী একজন বিবাহিত পুরুষ হওয়া স্বত্ত্বেও ওই গৃহবধুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। ওই গৃহবধু বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা আকবর আলীকে ধমক-শাসন করে। এতে গৃহবধুর ওপর ক্ষিপ্ত হয় আকবর আলী। গত ১লা মে ভোরে ওই গৃহবধু ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে বাইরে বের হলে আকবর আলী তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে আকবর আলী তাকে বাশের লাঠি দিয়ে কয়েকটি বারি মেরে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর প্রতিবেশীরা এগিয়ে এসে ওই গৃহবধুকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ওই গৃহবধু গত ১০ই মে রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করলে গতকাল ৩০শে মে আদালতের নির্দেশে বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয় এবং আসামী আকবর আলীকে গ্রেফতার করা হয়।