শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমানের বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় সোমবার, ২৮ মে, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলী হওয়া রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গতকাল ২৭শে মে দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে এবং জেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে পৃথকভাবে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ আব্দুর রহমান ২০১৭ সালের ১০ই এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান এবং ১৮ই এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ২০শে ফেব্রুয়ারী উপ-সচিব পদে পদোন্নতি লাভ করেন। গত ২৩শে মার্চ তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে হিসেবে বদলী করা হয়।
আগামী ৩১শে মে তার রাজবাড়ী হতে অবমুক্ত হওয়ার কথা রয়েছে। রাজবাড়ীতে কর্মকালীন সময়ে তিনি জেলার ভূমি ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো, বালু মহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা, সরকারী জমির সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, ভূমি উন্নয়ন কর আদায় শতভাগ নিশ্চিতকরণসহ সরকার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
বিসিএস(প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা মোঃ আব্দুর রহমান ২০০৫ সালের ২রা জুলাই চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের পর পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে, কক্সবাজার সদর উপজেলা ও নড়াইলের লোহাগড়া উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) পদে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার পদে, খুলনায় চার্জ অফিসার পদে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পদে এবং রাজবাড়ীতে যোগদানের পূর্বে খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বিএসএস(সম্মান) ও ২০০১ সালে এমএসএস এবং চাকুরীকালীন সময়ে যুক্তরাজ্যের University of Bedfordshire হতে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং ২কন্যা সন্তানের জনক। কর্মস্থলে সততার ও সুনামের সাথে চাকুরী করায় তিনি সকল মহলে প্রশংসিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!