॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৫শে মে সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাখুন্ডা ও শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কোতয়ালী থানার বাখুন্ডা গ্রামের মোশারফ শেখের ছেলে লিটন শেখ(৩০), হারুন মোল্লার স্ত্রী নাসিমা বেগম ওরফে কমলা(৫০), হারুন বিশ্বাসের ছেলে নাইমুজ্জামান ওরফে রাজু(১৯) ও জাহিদ শেখের স্ত্রী তানজিলা আক্তার(১৯), ফতেপুর গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী শারমিন বেগম ওরফে লিপি(৩৩), মোমিন খানের ছেলে মোস্তাক খান(৪০), কাপুরা গ্রামের মৃত সৈজদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ(৬০) ও আলাউদ্দিন শেখের ছেলে আফজাল শেখ(৩৫)।
র্যাব জানায়, আনুমানিক ৫/৬ মাস পূর্বে বাখুন্ডা এলাকার জনৈক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে প্রতারণামূলকভাবে গৃহবন্দী করে নগ্ন ছবি ধারণ পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উল্লেখিত অভিযুক্তগণ পরস্পর যোগসাজশে ঢাকার রায়েরবাগের একটি ফ্লাটে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসায় বাধ্য করে। পরবর্তীতে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরী করে বিদেশে পাচারের চেষ্টা করে। কিছুদিন পূর্বে উক্ত কিশোরী কৌশলে রায়েরবাগের ফ্ল্যাট থেকে পালিয়ে বাখুন্ডায় নিজ বাড়ীতে এসে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। পরে ওই কিশোরী ও তার মা র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে আইনগত সহযোগিতা কামনা করলে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃতে র্যাবের একটি দল গতকাল ২৫শে মে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বাখুন্ডা ও শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে উক্ত কিশোরীর মা বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় ১টি মামলা দায়ের করেছেন।