॥মীর সৌরভ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২২শে মে বিকালে সদর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান তার সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক রাজবাড়ী সদর উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান এবং সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সদর উপজেলা ভূমি অফিসে যান। সেখানে তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করেন এবং উপজেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)কে গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তখন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ জেলা প্রশাসককে সদর উপজেলার ই-মিউটেশন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
ই-মিউটেশন কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পর জেলা প্রশাসক মিস কেস, সার্টিফিকেট কেস, খাস জমি ব্যবস্থাপনা, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা, কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত কার্যক্রম, হাট-বাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম, রেকর্ড রুম ব্যবস্থাপনাসহ উপজেলা ভূমি অফিসের সার্বিক বিষয়ে রেজিস্টার ও নথিপত্র দেখেন ও প্রাপ্ত ত্রুটি-বিচ্যুতি যাতে ভবিষ্যতে আর না হয় সে বিষয়ে উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের হাতে-কলমে শিক্ষাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি কৃষি খাস জমি বিদ্যমান সরকারী নীতিমালার আলোকে প্রকৃত ভূমিহীন কৃষকদের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদারকরণসহ এ বছরের জুন মাসের মধ্যে ১০০% আদায় নিশ্চিতকরণ, নামজারী, মিস মোকদ্দমা ও সার্টিফিকেট কেসসমূহ বিধি মোতাবেক নিস্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন।
এরপর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি উপজেলার সার্বিক কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সদর উপজেলার হাট-বাজার ব্যবস্থাপনা, উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিল, উপজেলা পরিষদের বাসা ভাড়া আদায়, ত্রাণ কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জেনারেল সার্টিফিকেট মামলা নিস্পত্তির কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কিত কার্যক্রম নথিপত্র দেখেন এবং দিক-নির্দেশনা দেন।