॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মে বিকাল সাড়ে ৩টায় কালেক্টরেটের সম্মলেন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ৬০ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। কোর্স পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশকে হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনসহ রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস্-২০০৮ এর উপর প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও তিনি তার কর্মকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন এবং কিভাবে সেগুলো সমাধান করতে হয় সে বিষয়ে আলোকপাত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান প্রটোকল ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ প্রদান করেন।