শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর রেলওয়ে কোয়ার্টার থেকে অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদ করতে হবে —– শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মে, ২০১৮

॥শিহাবুর রহমান॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেছেন, রেলওয়ের উন্নয়নের স্বার্থে রাজবাড়ীতে রেলওয়ে কোয়ার্টার থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। যারা রেলওয়েতে চাকুরী করে এ রকম লোক রেলওয়ের বাসায় বেশি বসবাস করছে। শুধু তাই নয় এক রুমে তারা নিজেরা থাকছে অন্য রুম ভাড়া দিয়েছে। তালিকা করে রেলওয়ের বাসাগুলো দখল মুক্ত করতে হবে।
গতকাল ৭ই মে দুপুরে প্রতিমন্ত্রীর সংবর্ধণা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ রাজবাড়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজবাড়ীতে শহরে বড় অডিটোরিয়াম নেই। আজাদী ময়দানের হোসনাবাদ সিনেমা হল ভেঙ্গে সেখানে উন্নত মানের অডিটোরিয়াম করা হবে। এক বছর আগে এর ডিও লেটার দিয়েছে। হয়তো খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হবে।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন হবে। শেখ হাসিনা বলেছেন রাজবাড়ী থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত রেললাইন যাবে। রাজবাড়ী, পাংশা, গোয়ালন্দ ও দৌলতদিয়া রেলস্টেশন উন্নয়ন করা হবে।
সকলে নৌকার পক্ষে কাজ করবেন। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এদেশে যাতে আবার জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মৌলবাদ সৃষ্টি না হয় সে চেষ্টা আমাদের করতে হবে।
প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, উন্নত দেশে ৭০% লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত। আর আমাদের দেশে ১৪%। আমরা কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩০% কারিগরি শিক্ষায় পরিপূর্ণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ হুমায়ন কবির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান আকন্দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক আজিজ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ঈশ^রদী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও রাজবাড়ী জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ফকির ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম সেলিম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!