॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৬ই মে দুপুরে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ২টি স্কুল ভবন ও নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন।
প্রথমে তিনি বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব পাল।
এরপর রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসেবে নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও বহরপুর ইউনিয়নের চন্দনা নদীর উপর গার্ডার ব্রীজের উদ্বোধন করেন।
বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস ২ কোটি ৫লক্ষ ৭১হাজার টাকায় ২৪৫০ মিটার চেইনেজের ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণ কাজ সম্পাদন করে।