সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে পরীক্ষা কেন্দ্রসহ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২১শে এপ্রিল কালুখালী উপজেলার ২টি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এরপর তিনি মৃগী ও সাওরাইল ইউনিয়নে বাস্তবায়নাধীন ৪টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ঃ জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রথমে সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রে পদার্থ বিজ্ঞান ২য় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র বিষয়ে ৬৬জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরপর জেলা প্রশাসক দুপুর ১২টায় মৃগী শহীদ দিয়ানত কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রের পদার্থ বিজ্ঞান ২য় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র বিষয়ে ১৬জন পরীক্ষার্থীর মধ্যে ১৬জনই পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রকল্প পরিদর্শন ঃ এরপর জেলা প্রশাসক দুপুর ২টা হতে মৃগী ও সাওরাইল ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন আলমডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প এবং ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত ৪টি প্রকল্পের মাটির কাজ পরিদর্শন করেন।
প্রকল্পসমূহের মধ্যে জেলা প্রশাসক প্রথমে সাওরাইল ইউনিয়নের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’ আওতায় ভিটি মসজিদ হতে শিয়ালঝাঁপা মসজিদ পর্যন্ত রাস্তার সোল্ডার উন্নয়নের মাটির কাজ পরিদর্শন করেন। এ প্রকল্পটি ভিটি মসজিদ হতে শিয়ালঝাঁপা মসজিদ পর্যন্ত রাস্তার সোল্ডার উন্নয়ন ও লাড়িবাড়ী এবং ঘোনাপাড়া ত্রাণের ব্রীজের উভয় পাশের অ্যাপ্রোচের মাটি ভরাট প্রকল্পের আংশিক প্রকল্প। এ প্রকল্পের প্রাক্কলিত ও বরাদ্দকৃত টাকার পরিমাণ ৩লক্ষ ৩৬হাজার টাকা। এ প্রকল্পটি ৪২জন শ্রমিক ৪০ দিনে সমাপ্ত করেছেন বলে উপ-সহকারী প্রকৌশলী(ত্রাণ) জানিয়েছেন। এরপর জেলা প্রশাসক বি-কয়া হাই স্কুলের মাঠ মাটি দিয়ে ভরাট কাজ পরিদর্শন করেন। প্রকল্পটির অনুকূলে বরাদ্দ হয়েছে ১লক্ষ টাকা। এ প্রকল্পটিও সাওরাইল ইউনিয়নের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র কর্মসূচীর আওতায় বাস্তবায়িত হয়েছে।
এ প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা মৌজায় প্রস্তাবিত আলমডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। আলমডাঙ্গা মৌজার বিএস ১নং খতিয়ানের ৬৫৬ নং দাগের ২৫ শতাংশ জমিতে আলমডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প হতে ১০.৫২১ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।
প্রকল্পসমূহ বিদ্যমান নীতিমালার আলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমোদিত ড্রইং ও ডিজাইন অনুযায়ী সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!