শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত জেলা প্রশাসক॥পরিদর্শন করলেন তিনটি ইউনিয়নের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ

  • আপডেট সময় শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল শুক্রবার সাপ্তাহিক সরকারী ছুটির দিনেও রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সদর উপজেলার ৩টি ইউনিয়নের(আলীপুর, মূলঘর ও বসন্তপুর) বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক এবং আলীপুর, মূলঘর ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ প্রকল্প সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, গতকাল ২০শে এপ্রিল সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রথমে সদর উপজেলার আলীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন আলাদীপুর আশ্রয়ণ প্রকল্পের মাটির কাজ পরিদর্শন করেন।
ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে আলাদীপুর মৌজায় ২৩ শতাংশ সরকারী জমিতে এই আশ্রয়ণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। প্রারম্ভিক অবস্থায় ৮,১৩৯ বর্গফুট আয়তনের প্রকল্প এলাকায় ১,৬৭১ ঘনফুট মাটির কাজের জন্য ১৯.৩৪১ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে। গত ৩রা এপ্রিল এই প্রকল্পের মাটির কাজ শুরু হয়েছে, যা আগামী ২৫শে এপ্রিলের মধ্যে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ৫০% মাটির কাজ সমাপ্ত হয়েছে বলে পরিদর্শনের সময় আলীপুর ইউপির চেয়ারম্যান মোঃ শওকত হাসান জেলা প্রশাসককে অবহিত করেন।
এরপর জেলা প্রশাসক আলাদীপুর বাজার এবং বাজার সংলগ্ন আলীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পিছনে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় গর্ত ভরাট প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এই প্রকল্পের দৈর্ঘ্য ৯০০ মিটার। মাটির কাজের জন্য এখানে বরাদ্দ দেয়া হয়েছে ১লক্ষ ৭৪ হাজার ৭শত টাকা। প্রকল্পের কাজের অগ্রগতি ১০০%। পরিদর্শনের সময় ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, আলাদীপুর বাজারটি মহাসড়ক হতে সরিয়ে পর্যায়ক্রমে এখানে স্থাপন করা হবে।
আলীপুর ইউনিয়নের প্রকল্প ২টি পরিদর্শন শেষে জেলা প্রশাসক মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের রজবের বাড়ী হতে ভাঙ্গা রাস্তার শেষ পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের কাবিটা ১ম পর্যায়ের এ প্রকল্পে ৩লক্ষ ৮৪হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্পের কাজের অগ্রগতিও ১০০%। এ প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভগিরথপুর গ্রামের হাকিমের বাড়ী হতে পারলার বিল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন। ৪০০ মিটার দৈর্ঘ্যরে এ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১লক্ষ ৫০হাজার টাকা। এরপর জেলা প্রশাসক ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী(ইজিপিপি)’ কর্মসূচীর আওতায় ভগিরথপুর গ্রামের আফজালের বাড়ীর নিকট পাকা রাস্তা হতে রশিদের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প পরিদর্শন করেন। ২৫জন শ্রমিক দিয়ে ৪০দিনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২লক্ষ টাকা। এ প্রকল্পে এ যাবত ৫দিন কাজ সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি ২%। পরিদর্শনকালে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী সমাপ্ত করার জন্য জেলা প্রশাসক মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন।
মূলঘর ইউনিয়নের প্রকল্প ৩টি পরিদর্শন শেষে জেলা প্রশাসক কোলারহাট বাজার এবং বসন্তপুর ইউনিয়নের মোজা সরদারের বাড়ী হতে সাহেব বাড়ী পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন। ১ম পর্যায়ের সাধারণ টিআর কর্মসূচীর আওতায় এ প্রকল্পের অনুকূলে ১লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি ১০০%। পরিদর্শনের সময় সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!