॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাকে ভিক্ষুক ও বাল্য বিবাহমুক্ত করতে গতকাল ১০ই এপ্রিল গোয়ালন্দের আহম্মেদ আলী মৃধা গণগ্রন্থাগার মিলনায়তনে ইমাম, শিক্ষক এবং আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের গোয়ালন্দ উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরজাহান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, এনজিও ব্র্যাকের জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিন, আরপিডিএস’র নির্বাহী পরিচালক মোঃ সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন গোয়ালন্দ উপজেলা শাখার তত্বাবধায়ক মুফতি আবুল হুসাইন, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন ও সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মোঃ আবু নাসার উদ্দিন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে। এ জন্য জেলার সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যদের একদিনের বেতন-ভাতা নিয়ে ভিক্ষুক পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলাকেও ভিক্ষুকমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পৌরসভা শহরসহ চারটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষভাবে তৈরীকৃত বাক্স রাখা হবে। যেখানে সবাই মুক্ত হস্তে দান করবে। এই দানকৃত বা সহযোগিতার অর্থ ভিক্ষুক পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে। একই সাথে বাল্য বিবাহ প্রতিরোধেও সবাইকে এগিয়ে আসতে হবে। এ কাজে উপজেলা প্রশাসন, সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করবেন।