॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ গতকাল ৯ই মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মেহেদী হাসান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ নাজনিন সুলতানা, ডাঃ খোন্দকার আবু জালাল, ডাঃ সুমি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন। স্বাস্থ্যসেবায় দেশ অনেক এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।