॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা গতকাল ৭ই এপ্রিল বেলা ১১টায় শহরের বড়পুলস্থ মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সদস্য কাশীনাথ ও আশুতোষ কুমার লক্ষ্মণ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী বলেন, অনেক পরিবর্তনের মাধ্যমে মালিক গ্রুপ অতীতের যে কোন সময়ে চেয়ে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। যদিও জেলার পরিবহন মালিকদের অনেক ক্ষেত্রে বিশেষ করে দৈনিক আয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে মাদক যেমন সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তেমনি পরিবহন সেক্টরেও অনিয়মের মাধ্যমে চুরি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে এই অনিয়ম ও চুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে অভিযোগকৃত অনিয়ম ও চুরি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। রাজবাড়ী জেলার সাথে ফরিদপুর জেলার পরিবহন মালিকদের বিভিন্ন বিষয়ে কিছু মতবিরোধ রয়েছে। সে সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
তিনি বলেন, পাংশা থেকে দৌলতদিয়া পর্যন্ত বাঁধের রাস্তা দিয়ে যাত্রীদের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে মিনিবাস সার্ভিস চালু করা হবে। পরিবহন যাত্রীদের বড়পুল মোড়ে অনেক সময় পরিবহন আসতে দেরী হলে বৃষ্টির সময়ে বৃষ্টিতে ভিজতে হয় নয়তোবা কোন দোকানে আশ্রয় নিতে হয়। যাত্রীদের এই অসুবিধা লাঘব করার জন্য সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের নীচতলায় পরিবহনের জন্য দশটি কাউন্টার ও যাত্রীদের বসার ব্যবস্থাসহ পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেগুলো খুলে দেয়া হবে। প্রতিটি বাস এই কাউন্টারে এসে দাঁড়াবে ও যাত্রী নিয়ে ছেড়ে যাবে। এছাড়াও তিনি পরিবহন মালিকদের বিভিন্ন পরামর্শ শোনেন ও সেগুলো নিয়ে নির্বাহী কমিটিতে আলাপ-আলোচনা করার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হবে সকলকে আশ্বস্ত করেন। সভা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।