॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল ৩১শে মার্চ রাজবাড়ীতে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের যুগপূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সোয়া ১০টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের করা হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীর অডিশন রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
বাংলাভিশনের রাজবাড়ী প্রতিনিধি এম.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম রফিক উদ্দিন, জেলা বারের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দস বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাংলাভিশন টিভি’র দর্শক ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আজ থেকে বেশী দিন আগের কথা নয় যখন বিটিভি-ই ছিল বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল। কিন্তু যুগের পরিবর্তন ও বর্তমান সরকারের তথ্য আইন প্রণয়নসহ তথ্যের অবাধ প্রবাহে স্বাধীনতা দেওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালাতে পারছে। তবে সরকারের তথ্য প্রচারের স্বাধীনতা মানে অসত্য, মিথ্যা বা বানোয়াট সংবাদ পরিবেশন নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক ক্ষেত্রেই সাংবাদিকগণ তথ্যে সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করেই তথ্য পরিবেশন করছে। সরকারের যে কোন উন্নয়নমূলক কাজে খারাপ ভালো দু’টো দিকই থাকবে। খারাপকে খারাপ ও ভালোকে ভালো বলে সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করতে হবে। রাজবাড়ী জেলার অনেক সাফল্য স্থানীয় সংবাদ মাধ্যমে তুলে ধরা হলেও জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে তুলে ধরা হয় না। যার কারণে রাজবাড়ী জেলার এই সফল্যগুলো দেশবাসী জানতে পারে না।
তিনি সাংবাদিকগণকে জেলার উন্নয়ন কর্মকান্ডসহ সকল সাফল্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়াও তিনি বাংলাভিশন টিভি’র যুগপূর্তি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রতিনিধিসহ বাংলাভিশনের সাথে সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ও তাদের শুভ কামনা করেন।
আলোচনা পর্বের শেষে বাংলাভিশনের যুগপূর্তি ও ত্রয়োদশ পদে পদার্পণ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।