॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ে গতকাল ৩০শে মার্চ সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি খাগজানা বাজার হয়ে বাংলাদেশ হাট বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পদ্মা অয়েল কোম্পানীর অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস, অতিরিক্ত ডিআইজি ও র্যাব-৬ খুলনা’র পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা মিলি,বিপিএম-সেবা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মন্ডল, কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক শিবনাথ সরকার ও সহকারী অধ্যাপক জামিল ফোরকানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়