॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আগামী ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ২২শে মার্চ বেলা ১১টায় জেলা পর্যায়ের অ্যাডভোকেসী সভা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস.এম.এ হান্নান।
উল্লেখিত বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাঞ্জুরুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, কালুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদসহ সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকরেমা মাঞ্জুরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ যতগুলো মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের স্বাস্থ্য ভালো ও শরীর সুস্থ রাখার জন্য সরকারী-বেসরকারীভাবে যে সকল উদ্যোগ রয়েছে সেগুলো গ্রহণ করা প্রয়োজন। যারই ধারাবাহিকতায় আগমী ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সপ্তাহে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে কৃমিনাশক ঔষধ খাওয়ানো ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখার সরকারী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সে জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগকে জেলার প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের অবহিত করাসহ স্থানীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এছাড়াও তিনি কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহকে সফল করার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সপ্তাহে রাজবাড়ী জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৫-১৬ বছর বয়সী সকল শিক্ষার্থীকে স্কুলের ক্ষুদে ডাক্তারদের দিয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোসহ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কৃমিনাশক ট্যাবলেটটি অবশ্যই ভরা পেটে খেতে হবে। এই ওষুধটির কোন পার্শ¦প্রতিক্রিয়া নেই। যদি ওষুধটি খাওয়ানোর পর কোন শিক্ষার্থীর বমি বমি ভাব বা মাথাব্যাথা করে তাহলে বেশী করে ঠান্ডা পানি খেয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এরপরও যদি কেউ মনে করে বেশী খারাপ লাগছে সেক্ষেত্রে সদর হাসপাতাল বা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষে যোগযোগ করে ডাক্তারের পরামর্শ নেয়া যাবে। এই কার্যক্রমকে সফল করতে সকলকে আহ্বান জানানো হয়েছে।