মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার আয়োজনে মেয়র কাপ ক্রিকেট টুনামেন্টের ফাইনালে ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী পৌরসভার আয়োজনে মেয়র কাপ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা গতকাল ২২শে মার্চ শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে ৫ উইকেটে পৌরসভার ২নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৭নং ওয়ার্ড। এ নিয়ে ৭নং ওয়ার্ড পরপর দুই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
এরআগে সকালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কাউন্সিলর মিজানুর রহমানের দল ৭নং ওয়ার্ড। প্রথমে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে কাউন্সিলর এফএম শাহজাহানের ২নং ওয়ার্ড। পুরো টুনার্মেন্টে ভাল খেলে আসা দলটি যে ছন্দ হারিয়ে ফেলে। দলের স্বীকৃতি ব্যাটসম্যানরা রান না পাওয়ায় ১৯.৩ ওভারে ১২৯রানেই অল আউট হয়ে যায় দলটি। দলের পক্ষে শাকিল সব্বোর্চ ৩৯ রান করেন।
জবাবে ১৬ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ৭নং ওয়ার্ড। দলের পক্ষে সব্বোর্চ ৪৩ রান করে ম্যান অবদা ম্যাচ হন রাজন হোসেন। এছাড়াও এক সেঞ্চুরীসহ ২০৪ রান ও বল হাতে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ২নং ওয়ার্ডের অধিনায়ক সেলিম আহম্মেদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ডিডিএলজি ড. একেএম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, খেলাধুলা হচ্ছে মানুষের প্রাণ। খেলার মাধ্যমে আমাদের সন্তানের ভবিষ্যত গড়ে দিতে পারি। খেলাধুলা মানুষকে সুন্দরভাবে গড়ে তোলার সাহায্য করে। এই খেলা যদি সব সময় চলতে থাকে তাহলে আমাদের সন্তানেরা অন্য দিকে ধাবিত হবে না।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশে^র বুকে রোল মডেল হিসেবে তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়িয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দুরে থাকা যায়। নতুন প্রজন্মকে মাদক পরিহার করতে হবে। খেলাধুলার মাধ্যমে তোমরাা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এখানে কে হারলো কে জিতল সেটা বড় কথা নয়। জয় হয়েছে খেলাধুলার।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, খেলার সাথে সবাইকে সম্পৃক্ত হতে হবে। মাদককে না বলতে হবে। আমি চাই রাজবাড়ীতে ভাল খেলোয়াড় হোক। রাজবাড়ী মাদকমুক্ত হোক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!