॥স্টাফ রিপোর্টার॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সমাজসেবা অধিদফতর ঘোষিত ২য় দিনের কর্মসূচী হিসেবে গতকাল ২১শে মার্চ সকাল ১০টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কবিতা, গান ও গজল পরিবেশন করে। কালুখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন। এছাড়াও প্রতিবন্ধীদের সরাসরি আইডি কার্ড প্রিন্ট করে বিতরণ এবং হার্টের রোগে আক্রান্ত এক শিশু রোগীকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।