মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার দরগাতলা বাজারে পাটের গুদামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় সোমবার, ১৯ মার্চ, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের দরগাতলা বাজারে গতকাল ১৮ই মার্চ সকাল ১১টার দিকে মানিক মেম্বারের পাটের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় আড়াইশত মন পাট ভস্মিভূত হয়েছে। সেই সাথে ২টি টিনশেড গুদামঘর পুড়ে গেছে।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শ্রী পরিতোষ কুমার ভৌমিকের তথ্যমতে মানিক মেম্বারের পাটের গুদামে অগ্নিকান্ডে প্রায় আড়াইশত মন পাট ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অগ্নিনির্বাপনের ফলে বাজারের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
জানাগেছে, কালুখালী উপজেলাতে কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে মাত্র ১টি গাড়ী রয়েছে। এখানে জনবলও সংকট। ১টিমাত্র গাড়ী ও সীমিত জনবল নিয়ে অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তদুপরি সমসাময়িক সময়ে পৃথক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা নিতে হচ্ছে।
সুত্র জানায়, পাংশায় অগ্নিকান্ডের ঘটনা আশংকাজনকহারে বাড়ছে। বাড়ছে প্রাণহানী ও ক্ষয়ক্ষতির পরিমান। গত কয়েক দিনে পাংশা ও কালুখালী উপজেলাতে ৩০টির মত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কোথায়ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, কোথায়ও গোয়াল ঘরের মশার কয়েল, কোথায়ও ছাইপুড়ি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। অগ্নিকান্ড কখন ঘটবে সে বিষয়টি অনুমান করার উপায় নেই। তবে সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন সচেতন মহলের লোকজন।
এদিকে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে গাড়ী ও জনবল সংকট দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবী উঠেছে।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, গরমের সময়ে এমনিতেই অগ্নিকান্ডের ঘটনা বৃদ্ধি পায়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে গাড়ী ও জনবল সংকট দূরীকরণ করা খুবই জরুরী বলে অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!