মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৮ গত ১৫ই মার্চ রাত ৮টায় পাংশা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়।
পাংশা শিল্প ও বণিক সমিতির আহবায়ক এবং পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্ত, প্রাক্তণ সভাপতি আনসার আলী বিশ্বাস ও কবির হোসেন খান, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার ও পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ডাঃ দীপেন্দ্র নাথ দাস, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর রাম দাস দত্ত, সুনীল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, আব্দুর রাজ্জাক রাজা, নুরুল ইসলাম নুরু ও অশোক পাল প্রমূখ ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ২০১১ সালে নির্বাচিত কমিটি কাংখিত সাফল্য দেখাতে পারে নাই। বরং বিগত ৭ বছরে একটি সাধারণ সভাও তারা করতে পারে নাই। এক পর্যায়ে পাংশা শিল্প ও বণিক সমিতি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ অবস্থায় পাংশা শিল্প ও বণিক সমিতিকে সক্রিয় ও গতিশীল করতে দায়িত্ব গ্রহণ করেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস।
সাধারণ সভায় পাংশা শিল্প ও বণিক সমিতির কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং একটি সমৃদ্ধ শিল্প ও বণিক সমিতি গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লিজা হেলথ কেয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দীপক কুন্ডু। অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির আওতাধীন ব্যবসায়ী ও দোকানদারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!