॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে ৫.৮৮ একর সরকারী কৃষি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল ১৪ই মার্চ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে এই দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ভূমিহীনদের হাতে দলিল তুলে দেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিদায়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা।
এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, ভূমিহীনদের মধ্যে যে সরকারী কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে তা তারা বংশানুক্রমে ভোগ-দখল করতে পারবেন কিন্তু বিক্রি বা জমির শ্রেণী পরিবর্তন (মাটি কর্তন) করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাতেই ভূমিহীনদের মধ্যে এই কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে। এছাড়াও বর্তমান সরকার যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদেরকে ঘর করে দিচ্ছে। যাদের জমি-ঘর কিছুই নেই তাদেরকে গুচ্ছগ্রামে পুনর্বাসন করছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩৯টি, বরাট ইউনিয়নের ৮টি এবং বসন্তপুর ইউনিয়নের ৩টি ভূমিহীন পরিবারের মধ্যে ৫.৮৮ একর সরকারী কৃষি খাসজমির দলিল হস্তান্তর করা হয়।