শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা প্রশাসকের সাথে কলকাতার কলেজের দুই প্রতিনিধির সাক্ষাৎ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ কলকাতা হতে ঢাকা শুভেচ্ছা পদযাত্রা সফল করতে কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ২জন প্রতিনিধি মানস কুমার সরকার ও সুবিমল দেব গত ১৩ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানমালায় অংশ নিতে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীরা আগামী ২৩শে মার্চ কলকাতা হতে পদযাত্রা করে ঝিনাইদহ, মাগুরা, মধুখালী হয়ে ২৫শে মার্চ বিকালে রাজবাড়ীতে আগমন করবেন। ঐদিন তারা রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান, যোগ ব্যায়াম প্রদশন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। রাতে তারা রাজবাড়ীর বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মনসুর-উল-করিমের কাজীবাধাস্থ বুনন আর্ট স্পেসে রাত্রিযাপন করবেন এবং পরদিন ২৬শে মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঢাকার অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন। ২০জনের প্রতিনিধি দলে ৮জন মহিলা এবং ১২জন পুরুষ সদস্য থাকবেন। তন্মধ্যে শুভেচ্ছা পদযাত্রায় ১৪জন অংশগ্রহণ করবেন। অন্যান্যরা ভলান্টিয়ার হিসেবে যানবাহনে শুভেচ্ছা পদযাত্রায় অংশগ্রহণকারীদের অনুসরণ করবেন। কলকাতা হতে ঢাকা শুভেচ্ছা পদযাত্রায় অংশগ্রহণকারী দলটি তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে আসবে।
এ পদযাত্রা সফল করতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়ায় সাক্ষাতকারী প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!