বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার কমিটি বাতিল॥দুর্নীতি তদন্তে কমিটি

  • আপডেট সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ আর্থিক অনিয়ম ও দুর্নীতি, প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাত ও স্বেচ্ছাচারিতাসহ নানা গুরুতর অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার কমিটি গত ১২ই মার্চ বাতিল করা হয়েছে।
একই সঙ্গে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত রাজবাড়ীর জেলা প্রশাসককে জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতঃ জরুরী ভিত্তিতে জেলার নতুন কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
গত ১২ই মার্চ রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জামস শাখার সিনিয়র সহকারী সচিব রনি চাকমা স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ১৩ই মার্চ উক্ত আদেশের ফ্যাক্স বার্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছে।
এছাড়াও গতকাল ১৩ই মার্চ জাতীয় মহিলা সংস্থার একটি আদেশে রাজবাড়ী জেলা শাখার সাবেক চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই তদন্ত কমিটি সরেজমিন তদন্তে রাজবাড়ী আসবে বলে জানাগেছে।
উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ৩০শে নভেম্বর জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তানিয়া সুলতানা কংকন। তিনি রাজবাড়ী-১ আসনের প্রয়াত সংসদ সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর পুত্রবধু ও সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর সহধর্মিনী।
বিভিন্ন সুত্রের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন সংস্থার বিধি-বিধান লংঘন ও জেলা শাখা পরিচালনা কমিটির মিটিং না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের এবং জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের(৬৪ জেলা) অফিস ভাড়া নেওয়ার নামে মাধ্যমে বিপুল পরিমান সরকারী অর্থের নয়ছয়, একটি স্টীলের দোকানের প্যাড ব্যবহার করে নতুন মালামাল ক্রয় না করে নিম্নমানের পুরাতন মালপত্র(ফার্নিচার) অফিসে স্থাপন করে অর্থ উত্তোলন, সংস্থার নির্দেশনা উপেক্ষা করে নিজের ও আত্মীয়র বাড়ীতে অফিস ভাড়া নেওয়া এবং প্রশিক্ষণার্থী মহিলাদের প্রশিক্ষণ ভাতা উত্তোলনের পর কম প্রদান এবং ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে প্রশিক্ষণ ভাতা উত্তোলনসহ লাগামহীন বিভিন্ন দুর্নীতির ঘটনা জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর গোচরীভূত হওয়ায় গত ১২ই মার্চ জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার কমিটি বাতিল করা হয়।
এছাড়াও উল্লেখিত অনিয়ম ও দুর্নীতি প্রতিবাদ করায় সংস্থার জেলা কর্মকর্তা এবং একজন প্রশিক্ষিকাকে নাজেহাল করার অভিযোগ উঠেছে।
এ সকল বিষয়ে জানতে জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার অফিসে যোগযোগ করা হলে, অফিস সুত্র জানায় জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন গত দুইদিন যাবৎ ঢাকায় অবস্থান করছেন। তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!