॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১১ই মার্চ ভোর রাতে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জঙ্গী(রহঃ) দরগাহ শরীফে বিচার গানের অনুষ্ঠান থেকে ওয়ান শুটারগানসহ দেলোয়ার মোল্লা(২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার মূলঘর ইউনিয়নের পাড়সাদীপুর গ্রামের আঃ খালেক মোল্লার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার অস্ত্রধারী সন্ত্রাসী। আমাদের কাছে তথ্য ছিলো গত ১০ই মার্চ দিবাগত রাতে দেলোয়ার গোপালপুর হযরত শাহ জঙ্গী(রহঃ) দরগাহ শরীফে বিচার গানের অনুষ্ঠানে অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ তথ্যে ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ওয়ান শুটারগনসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দেলোয়ারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।