॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গত ২রা জানুয়ারী রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়, বিদ্যাপীঠের টিনশেড ঘরের ৬ষ্ঠ শ্রেণীর ক্লাসরুমের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশার দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের টিনশেড ঘরের প্রধান শিক্ষকের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, ৩টি শ্রেণী কক্ষ, অফিস কক্ষের ৫টি কম্পিউটার, ১টি প্রজেক্টর, ফ্যান, চেয়ার-টেবিল, আলমারী, অন্যান্য অসবাবপত্র, প্রয়োজনীয় বই, খাতা ও ফাইলসহ টিনশেড ঘরের বেশির ভাগ অংশ পুড়ে ক্ষতিসাধন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫লাখ টাকা হবে বলে জানান প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রাশেদুর রহমান, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার প্রমুখ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ পরিদর্শন করেন। অগ্নিকান্ডের ফলে গতকাল মঙ্গলবার বিদ্যাপীঠের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়।