মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভায় নাগরিক সংবর্ধনায় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি -প্রধানমন্ত্রী রাজবাড়ীতে এসে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিবেন

  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৯ই মার্চ সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা এবং শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
এ সময় পৌরসভার কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, বর্তমান সরকারের সময়েই ২য় পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে। পদ্মা সেতু নিজেদের অর্থায়নে নির্মাণ করা হলেও ২য় পদ্মা সেতুর জন্য এডিবি অর্থায়ন করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী সুবিধামত সময়ে রাজবাড়ীতে এসে এই সেতু নির্মাণ কাজের ঘোষণা দিবেন। বাগমারা-ধাওয়াপাড়া সড়কের কাজ খুব শীঘ্রই শুরু হবে। রাজবাড়ী সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়ে গেছে। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী পর্যন্ত মহাসড়কের সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। দেশের প্রতিটি উপজেলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এরমধ্যে ১০০টি পলিটেকনিক্যালের নির্মাণ কাজ শুরু হয়েছে, তার মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে ১টি রয়েছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়, সন্ত্রাস-চাঁদাবাজীতে মানুষ অতিষ্ট হয়ে পড়ে। এ জন্য দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে, ভালো থাকতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার উপর যে আস্থা রেখেছেন আমি তার প্রতিদান দেব। তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবী-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা এবং সবসময় পৌরসভার পাশে থাকার আশ^াস দেন।
অন্যান্য বক্তাগণ বলেন, আলহাজ্ব কাজী কেরামত আলী রাজবাড়ীর একজন কৃতি সন্তান এবং জেলাবাসীর গর্ব। তার মতো সৎ, নির্ভীক, ভালো একজন জনপ্রতিধি পেয়ে রাজবাড়ীবাসী সত্যিই ভাগ্যবান। প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তিনি আরো বেশী করে রাজবাড়ীবাসীর জন্য কাজ করতে পারবেন। তারা আলহাজ্ব কাজী কেরামত আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!