মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শিক্ষা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ফ্রিল্যান্সারদের পেমেন্ট প্রদান

  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮

॥কাজী তানভীর মাহমুদ॥ শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজবাড়ী জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স সংগঠন।
গতকাল ৯ই মার্চ সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রীর বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী অনলাইনে বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনকারী দেড় শতাধিক ফ্রিল্যান্সারের হাতে পেমেন্ট তুলে দেন।
জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স’র সিইও মোঃ মেহেদী হাসান, উপদেষ্টা এবিএম আলমগীর মিয়া, সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি জাহিদুল আলম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসানসহ অনান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সোহাগ মিয়া জানান, সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি রাজবাড়ী জেলার একজন কৃতি সন্তান এবং জেলাবাসীর গর্ব। জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স সংগঠনটি ১বছর আগে যাত্রা শুরু করেছে। বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন সাইটের মাধ্যমে ঘরে বসেই শত শত যুবক-যুবতী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপর্জন করছে। নিজেরাই নিজেদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!