॥মোক্তার হোসেন॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে গতকাল ৮ই মার্চ বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আবুল এরশাদ সিরাজুম মনির, অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ ও তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মুরাদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা শাহজূঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুসা আশয়ারী। মানপত্র পাঠ করেন রায়নগর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান।
সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ও মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষাকে যুগপোযোগী করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী বাজেটে মাদরাসা ও কারিগরি শিক্ষাখাতে আলাদা বাজেট হবে বলে উল্লেখ করেন তিনি।
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, আপনাদের ব্যাথা, আপনাদের কথা, আপনাদের সমস্যা, আপনাদের দাবীর বিষয়ে আমি উপলব্ধি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আপনাদের সমস্যা সমাধান করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। মাদরাসার মধ্যে জঙ্গী পোষা যাবে না। ধর্মের নামে রাজনীতি ও মিথ্যাচার করা যাবে না। মানুষ মারার রাজনীতি করা যাবে না। মাদরাসা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, এখন আর মাদরাসা ও স্কুলের মধ্যে বৈষ্যম নেই। বর্তমান সরকার একই সিলেবাসে মাদরাসা ও স্কুলে পাঠদানের ব্যবস্থা করেছেন। বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বক্তারা নন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তিকরণ, এবতেদায়ীতে উপ-বৃত্তি চালুসহ মাদরাসা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবী তুলে ধরেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার তোফায়েল আহম্মেদ, পাংশার এসিল্যান্ড ফয়সাল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতারসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দী উপজেলা মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ও প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা শাহজূঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান ও জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ইয়াসির আরাফাত।