॥স্টাফ রিপোর্টার॥ আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘সময় এখন নারীর ঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই মার্চ সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা সহ জেলার বিভিন্ন নারী সংগঠনের বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, নারীরা বর্তমানে সমানতালে এগিয়ে গেলেও সমাজের অনেক ক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। নারীরা এখন ঘর থেকে বের হয়ে এসে আকাশ থেকে পাতালের সর্বত্র অবস্থান করছে। আজকের এই মানববন্ধন প্রমাণ করে নারীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার রয়েছে।