বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিশ্ব মানচিত্রে বাংলাদেশ উন্নয়নশীল অগ্রযাত্রার দেশ॥জঙ্গীবাদ ও মৌলবাদের কোন স্থান নেই –শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি

  • আপডেট সময় সোমবার, ৫ মার্চ, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল ৪ঠা মার্চ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বক্তব্য রাখেন।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার করের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, উপাধ্যক্ষ ইকরামুল করিম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরমত আলী বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশে জঙ্গীবাদ ও মৌলবাদের কোন স্থান নেই। পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল অগ্রযাত্রার দেশ। শেখ হাসিনার সততা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। তার নেতৃত্বে দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে। এই মার্র্চ মাস বাঙালী জাতির জন্য চিরস্মরণীয় একটি মাস। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়। ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে। প্রশ্নফাঁস রোধে নৈব্যক্তিক প্রশ্ন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা কার্যকর হলে প্রশ্নপত্র ফাঁস অনেকটাই বন্ধ হবে। তিনি কলেজের ছাত্রীদের যাতায়াতের জন্য বাসের আবেদনের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!