॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গতকাল শনিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন এটি উদ্বোধন করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় কারো অনুপস্থিতিতে পণ্য বিক্রির প্রতিষ্ঠান হিসেবে এই প্রথম গোয়ালন্দে চালু করা হয়। এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দের পণ্য কিনে সামনে রাখা ক্যাশ বাক্সে টাকা রেখে যাবে। অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, উপজেলা রির্সোস সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, পৌরসভার স্থানীয় কাউন্সিলর আব্দুর রশিদ ফকীর, দুপ্রক সদস্য শেখর আহম্মেদ বাবু, মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আনোয়ার আলী শেখ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী জানান, বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫শত শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীরা বিদ্যালয় চলাকালীন সময় নিত্যদিনের নানা পণ্য সামগ্রী বিশেষ করে খাতা, কলম, পেন্সিল হালকা খাবার কেনার জন্য বিদ্যালয়ের বাইরে থাকা দোকানে চলে যায়। বিদ্যালয়ের বাইরে আসা-যাওয়া করায় একদিকে যেমন পড়াশুনা ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি রাস্তা পার হয়ে দোকানে আসা-যাওয়া করায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনা করে ‘সততা ষ্টোর’ খোলা হয়েছে। এখানে পণ্য বিক্রির পর টাকা গ্রহণের জন্য কেউ উপস্থিত থাকবে না। নির্ধারিত ক্যাশ বাক্সে তারা পণ্য কেনার পর নির্ধারিত মূল্য পরিশোধ করে চলে যাবে। এতে তারা সততার পরিচয়ও দিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন বলেন, ‘সততা ষ্টোরে’ প্রতিটি পণ্যের গায়ে বা কাগজে মূল্য লেখা থাকবে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিস কেনার পর নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এটি এক ধরনের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেয়া বা সততা শেখার পথ দেখানো। অন্যের অনুপস্থিতে কিছু পণ্য কেনার পর তার মূল্য পরিশোধ করা এটাও এক ধরনের সততার পরীক্ষা দেয়া।