রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গতকাল ৩০শে ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার(ক্লিনিক) ডাঃ গোপাল চন্দ্র সূত্রধর, মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) সদর ও এ্যানেসথেটিস্ট ডাঃ মোঃ নিয়ামত উল্লাহ্, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) সদর ডাঃ সুমী সাহা এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হাসান খানসহ সকল কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধনের পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অপারেশন থিয়েটার, নরমাল ডেলিভারী রুম, জেনারেল ওয়ার্ড এবং গর্ভবর্তী মা ও শিশুদের চেকআপ কার্যক্রমসহ কেন্দ্রের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রোগীদের সাথে কথা বলেন এবং তাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণসহ ২টির অধিক সন্তান না নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়াও তিনি তাদের স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সুষ্ঠুভাবে নরমাল ও সিজারিয়ান ডেলিভারী ও অন্যান্য সেবা সঠিকভাবে প্রদানসহ রোগীরা যাতে হয়রানীর শিকার না হয়ে সব ধরনের সরকারী সেবা ও সুযোগ-সুবিধা পায় সে ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী দিনে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১টি সিজারিয়ান অপারেশনসহ ১টি স্থায়ী পদ্ধতি(মহিলা), ২টি স্থায়ী পদ্ধতি (পুরুষ/এনএসডি), ১টি কপার-টি ও ৫৪জন গ্রহীতাকে ইমপ্লানন পদ্ধতি প্রদান(ইনসারসন) করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!