॥স্টাফ রিপোর্টার॥ কালুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের(খালেক-হারুন গ্রুপের) আয়োজনে গতকাল ১৭ই ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সাথে শহীদ স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কালুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে সকাল সোয়া ৮টার সময় কালুখালী রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের শহীদ স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার প্রাক্কালে আওয়ামী সন্ত্রাসী বাপ্পারাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মিছিলের উপর হামলা করে। ন্যাক্কারজনক এই হামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, কালুখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রনেতা রানা ও তালেবসহ বেশ কিছু নেতাকর্মী আহত হয়। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে উল্লেখিত হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসী বাপ্পারাজসহ ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানাচ্ছি।
এডঃ এম.এ খালেক আরো বলেন, ভুঁইফোর অনেক রাজনৈতিক সংগঠন মিছিল করলে পুলিশ পাহারা দেয়, অথচ জেলার ৫টি উপজেলাতেই বিএনপিকে বাঁধা দেয়া হয়। বর্তমান সরকার অগণতান্ত্রিক ও স্বৈরাচার। আমরা এই সরকারের কাছে কিছুই আশা করতে পারি না। তাই পদত্যাগ দাবী করি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, চাঁদ আলী খান ও গোলাম শওকত সিরাজ, যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী খান, এডঃ কে.এ বারী ও গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ মাজেদী ওয়াহেদী, সদস্য রেজাউল করিম সিকদার পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন খোকন, গোয়ালন্দ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজি, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হুদা উজ্জল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।