॥শিহাবুর রহমান॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় শিক্ষক বাতায়নে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদেশের মধ্যে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হিসাবে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ কবির উদ্দিন বিশ্বাস(এম.এস.সি.এম.এড)।
এ প্রতিযোগিতার বিচারক ছিলেন টিচার ট্রেনিং কলেজের শিক্ষকগণ। দেশের কয়েক হাজার শিক্ষকের ভোটে সেরা নির্বাচন হন কবির উদ্দিন বিশ্বাস। গত ২৯শে ডিসেম্বর রাতে সেরা তিন কন্টেন্ট নির্মাতার মধ্যে তার নাম ঘোষণা করা হয়।
এ প্রতিযোগিতায় যারা সেরা হয়েছেন তাদেরকে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন এম কে বাশার। শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার মধ্যে তিনিই প্রথম সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।