বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীর শিশু ধর্ষণ মামলায় ১ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

॥শিহাবুর রহমান॥ ৮বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক হামেদ আলী মোল্লা (৫৮)ক যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল ২৯শে মে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হামেদ আলী মোল্লা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় পাতুরিয়া পুরাতন গুচ্ছগ্রামের মৃত কেসমত মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১শে জুন দুপুরে হামেদ আলী মোল্লা প্রতিবেশী ওই শিশুকে কলই তোলার কথা বলে ডেকে নিয়ে ক্ষেতের মধ্যে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে পরদিন হামেদ আলী মোল্লাকে আসামী করে কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করে। কালুখালী থানার মামলা নং-২২/৬/২০১৭। মামলার তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
গতকাল ২৯শে মে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ মামলার রায়ে হামেদ আলী মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে হামেদ আলী মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডঃ উমা সেন ও আসামী পক্ষে এডঃ কামরুল আলম মামলা পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!