॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল গ্রামে গতকাল ৬ই ডিসেম্বর দুপুরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়(২য় সংশোধিত) এর আওতায় বেড প্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খোকন উজ্জামান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুনীল কুমার দাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রোকন উজ্জামান। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গাঁড়াল গ্রামের কৃষক-কৃষানীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার বেড প্লান্টার ব্যবহারের মাধ্যমে বীজ বপনের সুবিধাসহ কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার খামার যান্ত্রিকীকরণের ব্যবস্থা করেছেন। এতে করে কৃষকের ফসল উৎপাদনে সময় ও খরচ কম লাগছে। কিন্তু উৎপাদন বাড়ছে। কৃষক সময়মত সার পাচ্ছে এবং ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। ফসলের ভালো ফলন পেতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার গুরুত্বারোপ করেন তিনি।