Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা উদ্বোধন

॥কালুখালী প্রতিনিধি॥ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কালুখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সহযোগিতায় গতকাল ৬ই ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী ২০১৭-২০১৮ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ডাঃ বরুণ কান্তি সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান।
এ সময় উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ ছালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারে আমরা এখনও পিছিয়ে আছি। এখনও আমরা সনাতন পদ্বতিতে কাজ চালিয়ে আসছি। এরপরও আমরা দেশের উন্নয়নসহ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হতে পারছি। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় থেকে আসা বিজ্ঞানীদের উদ্দেশ্যে দেশের কাঁচামালগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নয়নের দিকে অগ্রসর হওয়াসহ মানুষ যেন বেশী দিন বেঁচে থাকতে পারে সে বিষয়ে বেশী বেশী গবেষণা করার ও মানুষের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।