॥শিহাবুর রহমান॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন পাওয়ার দাবীতে সড়ক বাতি বন্ধ রেখে মোমবাতি হাতে নিয়ে মানববন্ধন করেছে রাজবাড়ী পৌরসভার কর্মচারীরা।
গতকাল ৬ই ডিসেম্বর রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে এক ঘন্টা সড়ক বাতি বন্ধ রাখা হয়।
এতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বৃহত্তর আঞ্চলিক কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া পলাশ, রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আঃ রব, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক মোঃ শহিদুল হক, দপ্তর সম্পাদক শেখ রহমান আলী, সদস্য আঃ খালেক নাদু, পাংশা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, রাজবাড়ী পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন ও গোয়ালন্দ পৌরসভার সচিব ইসমাইল হোসেনসহ ৩টি পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবীতে মোমবাতি হাতে নিয়ে রাজবাড়ী পৌর কর্মচারীদের মানববন্ধন
