Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কেকেএস’র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

॥কাজী তানভীর মাহমুদ॥ এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)’র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর ওরিয়েন্টেশন গত ৪ঠা ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গার রেড ক্রিসেন্ট ভবনস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)’র সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় কেকেএস’র নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং কেকেএস’র নির্বাহী পরিষদের সহ-সভাপতি মুকুল সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেকেএস’র সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন। সঞ্চালনাসহ প্রকল্পের পরিচিতি তুলে ধরেন কো-অর্ডিনেটর মোঃ মঞ্জুরুল আলম।
বক্তাগণ বলেন, প্রবীণ মানুষের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। দারিদ্র দূরীকরণে বহুমাত্রিক কর্মসূচীর অংশ হিসেবে পিকেএসএফ’র সহযোগিতায় কেকেএস এই কর্মসূচী বাস্তবায়ন করছে। যে সকল বিষয় প্রবীণদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে সেগুলো হচ্ছে-বয়স্ক ভাতা, প্রবীণ সম্মাননা, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, প্রবীণদের নিয়ে ঋণ কার্যক্রম, প্যারা ফিজিওথেরাপি, অসহায় মৃত ব্যক্তির সৎকার, অসহায় প্রবীণদের বিশেষ সহায়তা প্রদান, বিভিন্ন দিবস উদযাপন, সামাজিক কেন্দ্র স্থাপন ও প্রবীণ মেলা ইত্যাদি।