॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে জায়গা আছে ঘর নেই এমন ২৫টি গৃহহীন হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অগ্রাধিকার ভিত্তিতে গৃহ নির্মাণ প্রকল্পের টিনশেড ঘর পেয়েছেন। ইতোমধ্যে ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
গত ২রা ডিসেম্বর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন নির্মিত ২৫টি ঘর সরজমিন পরিদর্শন করেন এবং সুবিধাভোগী সংশ্লিষ্ট পরিবারের সাথে কথা বলেন। এ সময় কলিমহর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল মন্ডল উপস্থিত ছিলেন।
বসবাসের জন্য সরকারীভাবে বারান্দা ও স্যানোরী ল্যাট্রিনসহ চারচালা টিনের ঘর নির্মাণ করে দেওয়ায় গৃহহীন হতদরিদ্র পরিবারের লোকজন খুবই খুশি বলে অভিমত ব্যক্ত করেন।
কলিমহর ইউনিয়নে হতদরিদ্র ২৫টি পরিবারের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও
