Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের আব্দুল মালেক প্লাজায় প্রতিষ্ঠিত পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ৩রা ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিকার প্রদানের মধ্য দিয়ে বরণ এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের মনোযোগ সহকারে হাতে-কলমে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে কর্মজীবনে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান রতন। উপস্থাপনা করেন পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর-ননটেক মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ইউনুস হোসাইন, পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যান্য ইন্সট্রাক্টর ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।