Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫টি গ্রামের ২৮৪জন পরিবার পেল বিদ্যুতের নতুন সংযোগ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলোর উন্নয়নের পাশাপাশি অনেক নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। সেটি নির্মিত হলে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তাতে আমাদের পুরো চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে। খাদ্যের মতোই বিদ্যুতেও আমরা অচিরেই স্বয়ংসম্পূর্ণ হবো।
গতকাল ১লা ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভাটিসুলতানপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা-২ এর পরিচালক হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ও সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী শাহিদুজ্জামান রুমি প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান চুন্নু।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সুলতানপুর ইউনিয়নের ৫টি গ্রামের (ভাটিসুলতানপুর, চরশ্যামনগর, রামনগর, খালিশা, রামকান্তপুর) ৭.২১৫ কিলোমিটার লাইনে ২৮৪জন গ্রাহকের (২৮১জন আবাসিক, ১জন বাণিজ্যিক) ও ২জন সিআই) পল্লী বিদ্যুৎ সংযোগের সুবিধা পেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় বিদ্যুতের অভাবে অনেক শিল্প ও কল-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। দেশবাসীকে লোডশেডিংয়ের অসহনীয় যন্ত্রণা পোহাতে হতো। তারা শুধুই লুটপাটে ব্যস্ত ছিল। সন্ত্রাস, অরাজকতা বেড়ে গিয়েছিল। মানুষ সবসময় আতংকের মধ্যে বসবাস করতো। বিএনপি আবার ক্ষমতায় আসলে আবারও হত্যা-লুটপাটের রাজত্ব কায়েম করবে। দেশ অন্ধকারে ডুবে যাবে। জনজীবনে বিপর্যয় নেমে আসবে। এ জন্য আগামীতেও স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। তার ভিশন অনুযায়ী অবশ্যই আমরা পর্যায়ক্রমে মধ্যম আয়ের দেশ হয়ে উন্নত দেশে পরিণত হবো। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ভয়াবহ জঙ্গীবাদী হামলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা দেশ থেকে জঙ্গীবাদ অনেকাংশেই নির্মূল করতে পেরেছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।