Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে দিন-দুপুরে কলেজের অধ্যক্ষের বাসায় চুরি॥মালামাল তছনছ

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার বাসায় গতকাল ৩০শে নভেম্বর দুপুরে চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম, পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, সদর ইউপির চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদারসহ কর্মরত সাংবাদিকেরা ছুটে যান।
অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা জানান, প্রতিদিনের মতো আমি ও আমার স্ত্রী কৃষি ব্যাংক বালিয়াকান্দি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সকালে ঘরে তালা দিয়ে যে যার মতো কর্মস্থলে চলে আসি। দুপুরের দিকে আমার কলেজের অফিস সহকারী রাজু আহমেদকে ব্যক্তিগত কাজের জন্য বাসায় পাঠালে ঘরের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে সে আমাকে ফোনে অবগত করে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী বাসায় এসে দেখি ঘরে ঢোকার তালা এবং ঘরের ভিতরের স্টীলের আলমারীসহ বিভিন্ন ড্রয়ারের তালা ভাঙা। আলমারির ভিতরে রাখা ৫০ হাজার টাকা খোয়া গেছে। তাছাড়া অন্য কোন ক্ষতি হয়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, দিন-দুপুরে এ ধরণের ঘটনা খুবই অনাকাঙ্খিত। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি যারাই ঘটাক না কেন তারা রেহাই পাবে না।
চুরির ঘটনায় অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।