॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আজিজুর রহমান সাদ্দামের দু’টি কিডনীই অকেজো হয়ে গেছে।
বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে সে বেঁচে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কিডনী প্রতিস্থাপন করা না হলে তাকে বাঁচানো যাবে না। এর জন্য প্রয়োজন প্রায় ১৫লক্ষ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে সংগ্রহ করা কোনভাবেই সম্ভব না। এ জন্য সমাজের সহৃদয়বান মানুষের সাহায্য চাওয়া হয়েছে। কেউ সাহায্য করতে চাইলে পাঠাতে পারেন এই ২টি পারসোনাল বিকাশ নম্বরে ০১৫১৬১১০৪৮৩ ও ০১৭১৯৯৯৪৮৮২।
সাদ্দামের কিডনী প্রতিস্থাপনের জন্য সাহায্য কামনা॥বাঁচার আকুতি
