Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউপি ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২৯শে নভেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, সহকারী কমিশনার (ভূমি) আ.ন.ম আবুজর গিফারী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান ও ঠিকাদার আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ৬৭লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
আলীপুর ইউনিয়নের বারবাকপুর মৌজায় নবনির্মিত ভবনের স্থানেই ইতিপূর্বে জমিদারের কাচারীবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হতো। উক্ত কাচারী ভবনটি ২০০৫ সালে অতি বর্ষণের সময় ধসে পড়ার পর আলীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের একটি কক্ষে অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
নবনির্মিত ভবন উদ্বোধনের পর জেলা প্রশাসক ভূমি অফিস পরিদর্শনকালে অফিসের রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সার্বিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।
গুচ্ছগ্রামে পরিদর্শন ঃ ভূমি অফিস উদ্বোধনের পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের বারবাকপুর গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, সহকারী কমিশনার(ভূমি) আ.ন.ম আবুজর গিফারী, ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ১ একর জমির উপর গুচ্ছগ্রামটি নির্মাণ করে ত্রিপুরা জনগোষ্ঠীর ২৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে সেখানে ১০০টি পরিবার বসবাস করছে।