॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা চত্বরে গতকাল ২৮শে নভেম্বর আয়কর মেলা ও আয়কর ক্যাম্প-২০১৭ অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে আয়কর মেলা ও আয়কর ক্যাম্প-২০১৭ উদ্বোধন করেন ঢাকার কর অঞ্চল-৩, পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার হরিপদ সরকার।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়কর মেলা ও আয়কর ক্যাম্প-২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে সার্কেল-৫৬, রাজবাড়ীর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ সামসুল আলম, পাংশা পৌরসভার প্যানেল মেয়র মোঃ ওদুদ সরদার, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা ইয়াসমীন ও দূর্গা রাণী পাল এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাযায়, পাংশা পৌরসভা চত্বরে আয়কর মেলা ও আয়কর ক্যাম্প-২০১৭ অনুষ্ঠানে সার্কেল-৫৬, রাজবাড়ী, কর অঞ্চল-৩, ঢাকার কর্মকর্তবৃন্দ মেলায় আগত ৪৫০ জন ব্যক্তিকে আয়কর সেবা প্রদান করেন। এছাড়া ২৩২জন বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তি ৬লাখ ৬৬ হাজার ৪০১টাকা আয়কর জমা দেন। আয়কর জমা প্রদানকারী বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আয়কর পরিশোধের সনদপত্র বিতরণ করা হয়।