Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥তনু সিকদার সবুজ॥ চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-২য় পর্যায়(১ম সংশোধিত) এর আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের রবি মৌসুমে গম বীজ উৎপাদন প্রদর্শনীর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ গতকাল ২৮শে নভেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টায় প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক সুজন কুমার মজুমদার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ। ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।