Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বেনীনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত॥অস্ত্র ও গুলি উদ্ধার

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা খেয়া ঘাট এলাকায় গত ২৭শে নভেম্বর দিনগত রাত সাড়ে ৩টার দিকে সদর থানা ও ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন(৪৮) নামের এক চরমপন্থী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি কাটা রাইফেল, ১টি ওয়ান শুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করেছে।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন বৈঠকের সংবাদ পেয়ে সদর থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালালে চরমপন্থীদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্বাস সরদার ওরফে খোকনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্বাস সরদার ওরফে খোকন পাবনা জেলার সুজানগর থানার ভাওরপাড়া কামারহাট গ্রামের মৃত নেকোন সরদারের ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন থানায় ৩টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে। ঘটনার সময় সদর থানার এস.আই মামুন-অর রশিদসহ ২জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে।