Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ১৪ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গতকাল ২৬শে নভেম্বর বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, বহরপুর ইউপির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, সদর ইউপির চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নারুয়া ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্ববধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৪ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন কাম প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ও সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা নির্মাণ কাজে কারিগরি সহায়তা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশন লিমিটেড কাজটি সম্পন্ন করবে।